ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
প্রশ্ন: ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
ক. ১৩১০
খ. ১৬১০
গ. ১২০৬
ঘ. ১৫২৬
উত্তর: (খ) ১৬১০ সালে ।
ব্যাখ্যাঃ
ঢাকায় সর্বপ্রথম "১৬১০ সালে " বাংলার রাজধানী স্থাপিত হয় ।
সম্রাট জাহাঙ্গীরের সিংহাসনে আরোহন করে ইসলাম খান চিশতীকে বাংলা অধিকারে প্রেরণ করেন ।
ইসলাম খান ১৬১০ সালে মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ঢাকার নামকরণ করেন 'জাহাঙ্গীরনগর' । তিনি এ সময় রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন ।
উল্লেখ্য , ঢাকা মোট ৫ বার রাজধানী হয়েছে যথা:- ১৬১০ , ১৬৬০ , ১৯০৫ , ১৯৪৭ , ১৯৭১ সালে ।