'পূর্বাশা' দ্বীপের অপর নাম কি ?
প্রশ্ন: 'পূর্বাশা' দ্বীপের অপর নাম কি ?
ক. সেন্টমার্টিন দ্বীপ
খ. দক্ষিণ তালপট্টি দ্বীপ
গ. নিঝুম দ্বীপ
ঘ. কুতুবদিয়া দ্বীপ
উত্তর: (খ) দক্ষিণ তালপট্টি দ্বীপ ।
ব্যাখ্যাঃ
'পূর্বাশা' দ্বীপের অপর নাম হলো " দক্ষিণ তালপট্টি দ্বীপ " ।
দক্ষিণ তালপট্টি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত ।
এ দ্বীপটি বাংলাদেশের সীমানায় অবস্থিত হলেও ভারত এ দ্বীপের মালিকানা দাবি করে । ভারত এ দ্বীপের নাম দিয়েছে পূর্বাশা বা নিউমুর। বর্তমানে এ দ্বীপটির অস্তিত্ব নেই ।