১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় ?

প্রশ্ন:  ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় ? 


ক.  আবদুস সুলতান

খ.  শামীম সিকদার 

গ.  হামিদুজ্জামান খান

ঘ.  সৈয়দ আব্দুল্লাহ খালেদ


উত্তর:  (গ) হামিদুজ্জামান খান । 


ব্যাখ্যাঃ

   ১৯৮৮ সালের সিউল অলিম্পিকের পার্কে হামিদুজ্জামান খানের 'স্টেপস' ( সিডি ) ভাস্কর্যটি স্থান পেয়েছিল । এ ভাস্কর্যটি কপার দিয়ে তৈরি যার উচ্চতা ছিল ১৩ ফুট  । 

হামিদুজ্জামান খানের উল্লেখযোগ্য স্থাপত্য হলো:- 'সংশপ্তক' ( জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ) , 'স্বাধীনতা' ( কাজী নজরুল ইসলাম এভিনিউ , ঢাকা ) এবং 'ক্যাম্পাস' ( ঢাকা বিশ্ববিদ্যালয় )  । 


Next Post Previous Post