কোন দেশ থেকে ' আরব বসন্ত ' - এর সূচনা হয় ?

প্রশ্নঃ  কোন দেশ থেকে  ' আরব বসন্ত ' - এর সূচনা হয় ? 

প্রশ্নঃ  আরব বসন্তের সূতিকাগার ? 

প্রশ্নঃ  আরব বসন্তের সূতিকাগার বলা হয় কোন দেশকে ? 


ক.  সিরিয়া 

খ.  তিউনিশিয়া 

গ.  মিশর 

ঘ.  লিবিয়া


উত্তরঃ  তিউনেশিয়া   । 


ব্যাখ্যাঃ  ২০১০ সালের ১৮ ডিসেম্বরে তিউনিশিয়ায় জুঁই বিপ্লবের  ( Jasmine Revolution )   মাধ্যমে আরব বিশ্বের যে গণতান্ত্রিক জাগরণ হয় তাই আরব বসন্ত নামে পরিচিত । এর অংশ হিসেবে তিউনিশিয়ায় জুঁই বিপ্লবের পাশাপাশি ' লিবিয়ার গ্রিন বিপ্লব ' ও ' মিশরের নীল  বিপ্লব ' হয় । গণভিক্ষোভ শুরু তিউনেশিয়ায় এরপর তা মিশর ,  লিবিয়া , সিরিয়া ,  ইয়েমেন সহ বিভিন্ন দেশের ছড়িয়ে পড়ে  । 

Next Post Previous Post