কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে ?
প্রশ্নঃ কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে ?
প্রশ্নঃ রাশিয়া কবে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে ?
ক. ২০১০
খ. ২০১৪
গ. ২০১২
ঘ. ২০১৬
উত্তর ২০১৪ সালে ।
ব্যাখ্যাঃ কৃষ্ণ সাগরের উত্তর উপকূলে অবস্থিত উপদ্বীপ ক্রিমিয়া । কৃষ্ণ সাগর এলাকায় রাশিয়ার প্রভাব বৃদ্ধির জন্য ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে । প্রকাশ থাকে যে , ১৬ মার্চ ২০১৪ সালে ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটে ক্রিমিয়ার ৯৬.৬ শতাংশ ভোট রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পক্ষে রায় দেয় । সম্প্রতি ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েবে আক্রমণ করে । এছাড়াও রাশিয়ার মূল ভূ - খণ্ডের বাইরে বাল্টিক সাগর তীরবর্তী ' কালিন্দিগ্রাম ' রাশিয়ার অন্তর্ভুক্ত ।