কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ?

প্রশ্নঃ  কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ?


ক.  ইতালি 

খ.  জার্মানি 

গ.  পোল্যান্ড

 ঘ. ইউক্রেন 


উত্তরঃ  ইউক্রেন ৷


ব্যাখ্যাঃ  ইউরোপের Bread Basket বা রুটির ঝুড়ি বলা হয় ' ইউক্রেনকে ' ।  ইউক্রেনের যে খাদ্য উৎপাদিত হয়,  তা দিয়ে সমগ্র ইউরোপের দুই - তৃতীয়াংশ মানুষের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব । দেশটি যৌথভাবে রাশিয়ার সাথে পৃথিবীর মোট গমের এক - চতুর্থাংশ এবং মোট সূর্যমুখী তেলের অর্ধাংশ উৎপাদন করে ।  এছাড়া সয়াবিন ও ভুট্টা দেশটিতে উল্লেখযোগ্য পরিমাণ উৎপাদিত হয়ে থাকে  । 


Next Post Previous Post