কোন মোগল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ' ?
প্রশ্ন: কোন মোগল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ' ?
ক. আকবর
খ. বাবর
গ. হুমায়ুন
ঘ. জাহাঙ্গীর
উত্তর: (গ) হুমায়ুন ।
ব্যাখ্যাঃ
মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন 'জান্নাতাবাদ' ।
বাবরের মৃত্যুর পর জ্যেষ্ঠপুত্র হুমায়ুন সিংহাসনে আরোহন করেন ।
মুঘল সাম্রাজ্যের সম্রাট নাসির উদ্দিন মুহাম্মদ হুমায়ুন বাংলায় এসে বাংলার আবহাওয়া , ভূপ্রকৃতি এবং বাংলার অফুরন্ত সম্পদ দেখে বাংলার নাম রাখেন 'জান্নাতাবাদ' ।
সম্রাট নাসির উদ্দিন মুহাম্মদ হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ।