বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে ?

প্রশ্ন:  বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে ?


ক.  ১৭৭২

খ.  ১৭৯৩

গ.  ১৭০০

ঘ.  ১৭৬৫


উত্তর:  (খ) ১৭৯৩ সালে । 


ব্যাখ্যাঃ

    বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় " ১৭৯৩ সালে "  । 

লর্ড কর্নওয়ালিস ১৭৮৬ সালের ১২ সেপ্টেম্বর থেকে ১৭৯৩ সালের ১০ই অক্টোবর পর্যন্ত বাংলায় ফোর্ট উইলিয়ামের গভর্নর জেনারেল ছিলেন । তিনি ছিলেন " চিরস্থায়ী বন্দোবস্ত ও বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির " প্রশাসনিক ও বিচার ব্যবস্থার রূপকার  । 

১৭৯৩ সালের ২২ শে মার্চ তিনি  " চিরস্থায়ী বন্দোবস্ত " প্রথা চালুর মাধ্যমে সূর্যাস্ত আইন বলবৎ করেন  । 

Next Post Previous Post