নোবেল পুরস্কার কত সালে চালু হয় ?

প্রশ্ন:  নোবেল পুরস্কার কত সালে চালু হয় ? 


ক.  ১৯৬৯

খ.  ১৯০০

গ.  ১৯০১

ঘ.  ১৯১৩ 


উত্তর:  (গ) ১৯০১ সালে  । 


ব্যাখ্যা:

নোবেল পুরস্কারের ইতিহাসের সূচনা হয়েছিল ১৮৯৫ সাল থেকে । সেই বছরই জনহিতৈষী সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল এ পুরস্কার প্রচলন করেন । তবে পুরস্কার বিতরণ শুরু হয় ১৯০১ সাল থেকে  । প্রথমে শুধুমাত্র শান্তি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হলেও , ধাপে ধাপে পাঁচটি ক্যাটাগরি  ( চিকিৎসা শাস্ত্র , পদার্থবিজ্ঞান , রসায়ন ,  অর্থনীতি , সাহিত্য ) এতে যুক্ত হয়  । 



Next Post Previous Post