২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কে ?

প্রশ্ন:  ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কে ?


ক.  নার্গিস মোহাম্মদী

খ.  বেন এস বারন্যাঙ্কে

গ.  ক্লডিয়া গোল্ডিন

ঘ.  ফিলিপ এইচ ডিবভিগ


উত্তর:  ( গ ) ক্লডিয়া গোল্ডিন  । 


ব্যাখ্যা:  ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্রের হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  " ক্লডিয়া গোল্ডিন " । শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি  । অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে  । এর আগে , গত বছর ( ২০২২ সালে )  অর্থনীতিতে নোবেল জিতেছিলেন তিন মার্কিন নাগরিক । তারা হলেন - বেন এস বারন্যাঙ্কে ,  ফিলিপ এইচ ডিবভিগ , ডগলাস ডব্লিউ ডায়মন্ড  । ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ পুরস্কার দেওয়া হয় তাদের   । 





Next Post Previous Post