কাকাবাবু কার ছদ্মনাম ?

প্রশ্নঃ  কাকাবাবু কার ছদ্মনাম ? 


ক.  শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

খ.  প্রভাতকিরণ বসু

গ.  প্রমথ চৌধুরী 

ঘ.  রবীন্দ্রনাথ 


উত্তরঃ  খ) প্রভাতকিরণ বসু  । 


ব্যাখ্যাঃ  কাকাবাবু " প্রভাতকিরণ বসুর " ছদ্মনাম । কাকাবাবুর আসল নাম  ' রাজা রায়চৌধুরী ' । তার আসল নাম ছিল খোকা । কাকাবাবু বিখ্যাত ভারতীয় বাঙালি কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি  কাল্পনিক চরিত্র । 


Next Post Previous Post