বেদুইন কার ছদ্মনাম ?

প্রশ্নঃ  বেদুইন কার ছদ্মনাম ? 


ক.  প্রভাতকিরণ বসু

খ.  সমরেশ বসু

গ.  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ.  দেবেশ রায়  


উত্তরঃ  ঘ) দেবেশ রায়  । 


ব্যাখ্যাঃ  বেদুইন  " দেবেশ রায়ের "  ছদ্মনাম । দেবেশ রায়  ( ১৭ ডিসেম্বর, ১৯৩৬ - ১৪ মে, ২০২০ ) একজন আন্তর্জাতিক বাঙ্গালী ভারতীয় সাহিত্যিক । বাংলা সাহিত্যে তিনি একজন ছকভাঙ্গা আধুনিক ঔপন্যাসিক হিসেবে পরিচিত ছিলেন । 

Next Post Previous Post