কমলাকান্ত কার ছদ্মনাম ?

প্রশ্নঃ  কমলাকান্ত কার ছদ্মনাম ? 


ক.  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

খ.  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ.  কালিপ্রসন্ন সিংহ 

ঘ.  প্রমথ চৌধুরী 


উত্তরঃ  খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  । 


ব্যাখ্যাঃ  কমলাকান্তের ছদ্মনাম  " বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় " । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ( ২৬ জুন , ১৮৩৮ - ৮ এপ্রিল ১৮৯৪ ) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক । তাকে বাংলা উপন্যাসের  ' জনক ' বলা হয় । এছাড়াও তিনি বাংলা সাহিত্যের  ' সাহিত্য সম্রাট ' হিসেবে পরিচিত  । 


Next Post Previous Post