কালপুরুষ কার ছদ্মনাম ?

প্রশ্নঃ  কালপুরুষ কার ছদ্মনাম ? 


ক.  কালি প্রসন্ন

খ.  বাল্মীকি 

গ.  সুবোধ ঘোষ

ঘ.  সমরেশ বসু 


উত্তরঃ  গ) সুবোধ ঘোষ   । 


ব্যাখ্যাঃ  কালপুরুষ  " সুবোধ ঘোষ "  ছদ্মনাম । সুবোধ ঘোষ ( ১৪ সেপ্টেম্বর , ১৯০৯ - ১০ মার্চ , ১৯৮০ ) একজন ভারতীয় বাঙালি লেখক ও বিশিষ্ট কথাসাহিত্যিক । বিহারের হাজারীবাগে ১৯০৯ সালে জন্মগ্রহণ করেন । হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজের ছাত্র ছিলেন । তিনি বিশিষ্ট দার্শনিক ও  গবেষক  ' মহেশ ঘোষের ' লাইব্রেরীতে পড়াশোনা করতেন  । 




Next Post Previous Post