ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে ?
প্রশ্ন: ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে ?
ক. খান সাহেব আবুল হাসনাত
খ. মির্জা আহমেদ জান
গ. নওয়াব সলিমুল্লাহ
ঘ. শায়েস্তা খান
উত্তর: (খ) মির্জা আহমেদ জান ।
ব্যাখ্যাঃ
ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন " মির্জা আহমেদ জান " ।
পুরনো ঢাকার আরমানিটোলা এলাকায় তারা মসজিদ অবস্থিত । মসজিদটি নির্মাণ করেন " মির্জা আহমদ জান বা মির্জা গোলাম পীর " ।
পরবর্তীতে , ১৯২৬ সালে ' আলিজান বেপারী ' নামক একজন ব্যবসায়ী মসজিদটি সংস্কার করেন । আলীজান বেপারী বহু অর্থ ব্যয়ে মসজিদটিকে অলংকৃত করেন , বিশেষ করে সমস্ত মসজিদটি তারকাখঁচিত করেন । এ কারণে এর বর্তমান নাম তারা মসজিদ ।