জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে ?
প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে ?
ক. দ্যাগ হ্যামারশোল্ড
খ. উ থান্ট
গ. ট্রিগভেলি
ঘ. কুট ওয়াল্ডহেইম
উত্তর: (গ) ট্রিগভেলি ।
ব্যাখ্যাঃ
জাতিসংঘের নির্বাচিত প্রথম মহাসচিব হলেন ট্রিগভ্যালী (১৯৪৬ - ১৯৫৩) । তিনি নরওয়ের অধিবাসী ।
দ্যাগ হ্যামারশোল্ড , উ থান্ট ও কুট ওয়াল্ডহেইম যথাক্রমে দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ মহাসচিব ছিলেন ।
উল্লেখ্য , জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুতেরেস (০১.০১.২০১৭ - বর্তমান) ।