' উভয়কুল রক্ষা ' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ?

প্রশ্ন:  ' উভয়কুল রক্ষা ' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ? 


ক.  বোঝার উপর , শাকের আঁটি

খ.  কারো পৌষ মাস , কারো সর্বনাশ

গ.   সাপও মরে ,  লাঠিও না ভাঙ্গে

ঘ.  চাল না চুলো , ঢেঁকী না কুলো


উত্তর:  (গ) সাপও মরে ,  লাঠিও না ভাঙ্গে । 


ব্যাখ্যা:  ' উভয়কুল রক্ষা ' অর্থে ব্যবহৃত প্রবচনটি হলো " সাপও মরে ,  লাঠিও না ভাঙ্গে " । " কারো পৌষ মাস কারো সর্বনাশ " অর্থ কারো সুদিন কারো দুর্দিন ।  " চাল না চুলো , ঢেকী না কুলো " অর্থ নিতান্ত গরিব । " সাপও মরে , লাঠিও না ভাঙ্গে " অর্থ উভয়কুল রক্ষা । " বোঝার উপর , শাকের আঁটি  " অর্থ অতিরিক্তের অতিরিক্ত  । 

Next Post Previous Post