বাতাস কোন ধরনের পদার্থ ?

প্রশ্ন:  বাতাস কোন ধরনের পদার্থ ?  

প্রশ্ন:  বাতাস একটি  ? 


ক.   ফেরোচুম্বকীয় পদার্থ

খ.  অ্যান্টিফেরোচুম্বকীয় পদার্থ

গ.  প্যারাচুম্বকীয় পদার্থ 

ঘ.  ডায়াচুম্বকীয় পদার্থ 


উত্তর:  (গ) প্যারাচুম্বকীয় পদার্থ  । 


ব্যাখ্যা:  বাতাস " প্যারাচুম্বকীয় পদার্থ " । যে সকল পদার্থকে অসম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে পদার্থটি দুর্বলতর অঞ্চল হতে সবলতর অঞ্চলের দিকে দুর্বলভাবে গতিশীল হয় তাদেরকে প্যারাচুম্বকীয় পদার্থ বলে । প্যারাচুম্বকীয় পদার্থের ধর্মকে  'প্যারাচুম্বকীয়তত্ত্ব'  বলে  । 




Next Post Previous Post