বাংলা গীতিকবিতার জনক ?
প্রশ্নঃ বাংলা গীতিকবিতার জনক কে ?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. প্যারিচাঁদ মিত্র
গ. বিহারীলাল চক্রবর্তী
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী ।
ব্যাখ্যাঃ বাংলা গীতিকবিতার জনক " বিহারীলাল চক্রবর্তী " । বিহারীলাল চক্রবর্তীর উপাধি হলো ' ভোরের পাখি ' । আধুনিক বাংলা সাহিত্যের প্রথম যুগে সফল গীতিকবিতা রচনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধি দেন ।