ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন ?

প্রশ্নঃ  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন ?


ক.  কাঁঠালপাড়া গ্রাম , চব্বিশ পরগনা 

খ.  বীরসিংহ গ্রাম , মেদিনীপুর 

গ.  চৌবেরিয়া গ্রাম , নদীয়া

 ঘ.  দেবানন্দপুর গ্রাম , হুগলি


উত্তরঃ  বীরসিংহ গ্রাম , মেদিনীপুর   । 


ব্যাখ্যাঃ  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ গ্রাম , ' মেদিনীপুর ' জন্মগ্রহণ করেন । ' সংস্কৃত ভাষা ও সাহিত্যে ' অগাধ পাণ্ডিত্যের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে ' বিদ্যাসাগর ' উপাধি দেওয়া হয় । বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই । তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী হিসেবে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর । তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তুলেন  । 


Next Post Previous Post