কালকূট কার ছদ্মনাম ?

প্রশ্নঃ  কালকূট কার ছদ্মনাম ? 


ক.  সুনীল গঙ্গোপাধ্যায়

খ.  সমরেশ বসু

গ.  রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ.  প্রমথ চৌধুরী 


উত্তরঃ  খ) সমরেশ বসু  । 


ব্যাখ্যাঃ  কালকূট  ' সমরেশ বসুর '  ছদ্মনাম । সমরেশ বসু ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন । তিনি ছিলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক  ।  তিনি কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযোগ্য  সাহিত্য রচনা করেছেন   । 

Next Post Previous Post