ব্যাঙাচি কার ছদ্মনাম ?

প্রশ্নঃ  ব্যাঙাচি কার ছদ্মনাম ? 


ক.  প্রমথ চৌধুরী 

খ.  রবীন্দ্রনাথ 

গ.  কাজী নজরুল ইসলাম 

ঘ.  শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 


উত্তরঃ  গ) কাজী নজরুল ইসলাম  । 


ব্যাখ্যাঃ  ব্যাঙাচি  " কাজী নজরুল ইসলামের  "  ছদ্মনাম । কাজী নজরুল ইসলাম  ( ২৪ মে ১৮৯৯ - ২৯ আগষ্ট ১৯৭৬ ; ১১ জৈষ্ঠ্য ১৩০৬ - ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতাকার । ১৯১৭ খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন । ১৯২২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দি করেছিলেন । ১৯৭২ খ্রিস্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকা স্থানান্তর করা হয় ।  ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয় । তিনি এখানেই মৃত্যুবরণ করেন  । 


Next Post Previous Post