হিরোশিমায় এটমবোমা ফেলা হয়েছিল কখন ?

প্রশ্নঃ  হিরোশিমায় এটমবোমা ফেলা হয়েছিল কখন ? 

প্রশ্নঃ  কখন হিরোশিমায় এটমবোমা ফেলা হয়েছিল ? 


ক.  ১৯৪৫ সালের মে মাসে

খ.  ১৯৪৫ সালের আগস্ট মাসে

গ.  ১৯৪৪ সালের আগস্ট মাসে 

ঘ.  ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে


উত্তরঃ  ১৯৪৫ সালের আগস্ট মাসে । 


ব্যাখ্যাঃ  ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় । যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায়  ' লিটলবয় ' এবং ৯ আগস্ট নাগাসাকিতে  ' ফ্যাটম্যান ' নামক এ্যাটম বোমা ফেলে । জাপান আত্মসমর্পণের পেছনে এই বোমাবর্ষণের ভূমিকা এবং এর প্রতিক্রিয়া ও যৌক্তিকতা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে । 

Next Post Previous Post