আর্জেন্টিনা ও ফ্রান্সের ফইনাল খেলা কাতারের কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ?

প্রশ্নঃ  আর্জেন্টিনা ও ফ্রান্সের ফইনাল খেলা কাতারের কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ? 

প্রশ্নঃ  ২০২২ বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা কাতারের কোন স্টেডিয়ামে হয় ? 


ক.  খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম 

খ.  লুসাইল আইকনিক স্টেডিয়াম

গ.  এডুকেশন সিটি স্টেডিয়াম

ঘ.  স্টেডিয়াম ৯৭৪


উত্তরঃ  লুসাইল আইকনিক স্টেডিয়াম  । 


ব্যাখ্যাঃ  আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল খেলা কাতারের  ' লুসাইল আইকনিক স্টেডিয়ামে '  অনুষ্ঠিত হয়  । এ স্টেডিয়ামে ফাইনালসই মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয় । ৮০ হাজার দর্শকাসন আছে লুসাইল আইকনিক স্টেডিয়ামে । এই স্টেডিয়ামটি এবছরই উদ্বোধন করা হয় । বিশ্বকাপের পরে এ স্টেডিয়ামটি ভেঙ্গে ফেলা হবে । 

Next Post Previous Post