ফিফা বিশ্বকাপ ২০২২ এর সেরা গোল নির্বচিত হয়েছে কার গোল ?
প্রশ্নঃ ফিফা বিশ্বকাপ ২০২২ এর সেরা গোল নির্বচিত হয়েছে কার গোল ?
প্রশ্নঃ ২০২২ কাতার বিশ্বকপের সেরা গোলদাতা কে ?
ক. এমবাপ্পে
খ. রিচার্লিসন
গ. মেসি
ঘ. রোনালদো
উত্তরঃ রিচার্লিসন ।
ব্যাখ্যাঃ ফিফা বিশ্বকাপ ২০২২ এর সেরা গোল নির্বচিত হয়েছে ' রিচার্লিসন ' এর গোল । তার পুরো নাম ' রিচার্লিসন দে আন্দ্রাদে ' । তার জার্সি নাম্বার ৭ । গ্রুপ সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের রিচার্লিসনের বাইসাইকেল কিকে করা গোলটি ২০২২ কাতার বিশ্বকাপে সেরা গোল নিবার্চিত হয় । বিশ্বকাপে ৬৪ টি ম্যাচে দুর্দান্ত সব গোল উপহার দিয়েছে খেলোয়াড়েরা । তার মধ্যে ব্রাজিলের রিচার্লিসনের করা বাইসাইকেল গোলটি ফুটবলপ্রেমীদের চোখে অনেক দিন ভেসে থাকবে ।