ফরাসি বিপ্লব কত সালে হয় ?

প্রশ্নঃ  ফরাসি বিপ্লব কত সালে হয় ? 

প্রশ্নঃ  ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় ? 


ক.  ১৯১৭

খ.  ১৭৮৯

গ.  ১৭৯৫

ঘ.  ১৮০০


উত্তরঃ  ১৭৮৯  সালে  । 


ব্যাখ্যাঃ  ফরাসি বিপ্লব  ১৭৮৯  সালে সংগঠিত হয় ।   ১৭৭৮  থেকে  ১৭৮৯  সাল পর্যন্ত ফ্রান্সের নানা উত্তাল ঘটনাধারা ফরাসি বিপ্লব নামে ইতিহাস প্রসিদ্ধ হয়ে আছে ।  ১৭৮৯  সালের  ১৪  জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মাধ্যমে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এই তারিখটি বিশ্বব্যাপী ফরাসি বিপ্লবের দিন হিসেবে পালিত হয় ।  ১৯১৭  সালে রুশ বিপ্লব হয়  । 

Next Post Previous Post