টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা তে কয়টি লক্ষ্য রয়েছে ?

প্রশ্নঃ  টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা  তে কয়টি লক্ষ্য রয়েছে ? 

প্রশ্নঃ  এসডিজি তে কয়টি লক্ষ্য রয়েছে ? 

প্রশ্নঃ  SDG তে কয়টি লক্ষ্য রয়েছে ? 

প্রশ্নঃ  টেকসই উন্নয়ন অভীষ্ট কয়টি ? 


ক.  ২১

খ.  ১৭

গ.  ২৭

ঘ.  ১৫


উত্তরঃ  ১৭ টি   । 


ব্যাখ্যাঃ  টেকসই উন্নয়ন সংক্রান্ত (SDGs) ২০৩০ এজেন্ডা  তে ১৭ টি লক্ষ্য রয়েছে । এ ১৭ টি এসডিজি হলো - ১. দারিদ্র্য বিলোপ ;  ২. ক্ষুধা মুক্তি ;  ৩. সুসাস্থ্য ও কল্যাণ ;  ৪. মানসম্মত শিক্ষা ;  ৫. লিঙ্গ সমতা ;  ৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ;  ৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি ;  ৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ;  ৯. শিল্প , উদ্ভাবন ও অবকাঠামো ;  ১০. অসমতার হ্রাস ;  ১১. টেকসই নগর ও জনপদ ;  ১২. পরিমিত ভোগ ও উৎপাদন ;  ১৩. জলবায়ু কার্যক্রম ;  ১৪. জলজ জীবন ;  ১৫. স্থলজ জীবন ;  ১৬. শান্তি , ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ;  ১৭. অভীষ্ট অর্জনে অংশীদারত্ব । SDGs এর মেয়াদ ২০১৬ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত     । 

Next Post Previous Post