মালির রাজধানীর নাম কি ?
প্রশ্নঃ মালির রাজধানীর নাম কি ?
প্রশ্নঃ মালি এর রাজধানী কোনটি ?
ক. বামাকো
খ. লোমে
গ. ফ্রিটাউন
ঘ. মস্কো
উত্তরঃ বামাকো ।
ব্যাখ্যাঃ মালির রাজধানীর নাম বামাকো । মালি দেশটি ১৮৯৫ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ফরাসিদের অধিকারে ছিল । ১৯৬০ সালে মালি স্বাধীনতা লাভ করে । ১৯৯১ সালে মালি স্বৈরশাসন থেকে মুক্ত হয় এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে । ১৯৯২ সালে অনুষ্ঠিত হয় গণতান্ত্রিক নির্বাচন । মালির অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী ।