ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ?
প্রশ্নঃ ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ?
প্রশ্নঃ ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কি ?
ক. ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়ায়
গ. ভারত
ঘ. মালদ্বীপ
উত্তরঃ ইন্দোনেশিয়া ।
ব্যাখ্যাঃ ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা । অনেকে মনে করেন ব্যাডমিন্টন মালয়েশিয়ার জাতীয় খেলা , কিন্তু তা না । মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে সেপাক টার্কো । এ খেলা অনেকটা ব্যাডমিন্টন খেলার মতো, তবে এ খেলায় হাত ব্যাবহার করা হয় না ।