রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস কোনটি ?

প্রশ্নঃ  রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস কোনটি  ? 

ক. চার অধ্যায়

খ.  ঘরে বাইরে 

গ.  করুণা

ঘ.  বৌ ঠাকুরানীর হাঠ

উত্তরঃ  চার অধ্যায়  । 

ব্যাখ্যাঃ  " চার অধ্যায় " রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস । তিনি সর্বমোট ১৩ টি উপন্যাস লিখেছেন । করুণা, ঘরে বাইরে, শেষের কবিতা, চোখের বালি, নৌকা ডুবি, যোগাযোগ, গোরা, চার অধ্যায়, চতুরঙ্গ, দুই বোন, মালঞ্চ । রবীন্দ্রনাথের ১২ টি উপন্যাসই গ্রন্থাকারে প্রকাশিত হয় । শুধু " করুণা " উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি  । 

Next Post Previous Post