কুড়ি কোন ভাষার শব্দ ?

প্রশ্নঃ কুড়ি কোন ভাষার শব্দ ? 

প্রশ্নঃ কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? 

ক. আরবি

খ. ফারসি

গ. কোল

ঘ. তুর্কি

উত্তরঃ কোল

ব্যাখ্যাঃ কুড়ি শব্দটি কোল ভাষার শব্দ থেকে এসেছে । কোল ভাষা মূলত আদিম অধিবাসীদের ভাষা। প্রাচীনকালে কোল ভাষা বেশ জনপ্রিয় ছিল। আদিম অধিবাসীরা এ ভাষা বেশি ব্যবহার করতেন। 

Next Post Previous Post