জীবন সম্পর্কিত স্ট্যাটাস

 সবসময়ে যে প্রদীপের আলোতেই ঘর আলোকিত হয় তা না,
বাড়ির মেয়েরাও কিন্তু ঘর আলোকিত করে।

কখনো কোন বন্ধুকে আঘাত করো না,
এমনকি ঠাট্টা করেও না।

রোমান্টিক কবিতা


তার জীবনই সার্থক যার মৃত্যুর পরেও সারা বিশ্ব তাকে মনে রাখে।

বড় হতে হলে সর্ব প্রথম সময়ের মূল্য দিতে হবে।

আমাদের চোখ দুটো আর মুখ একটা কেন জানেন?
 যাতে আমরা একটা কথা বললে অন্তত দুটো কথা শুনি।

শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই।
শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।

মন লাগানোর থেকে গাছ লাগানো ভালো,
 অন্তত অক্সিজেন আর ছায়া দেবে।।

ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান।

তুমি রাগী বলে তুমি শাস্তি পাওনা,
তোমার রাগ তোমাকে শাস্তি দেয়।

আমি জানি না বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা।

তোমার কাছে যতই অল্প কিছু থাকুক না কেন ,
 যার কাছে কিছুই নেই,
তাকে সেখান থেকে কিছু হলেও দাও।

যুগান্তর

যাহা তুমি দেখাও,
তার চেয়ে বেশি তোমার থাকা উচিত।
যা তুমি জান,
 তার তুলনায় কম কথা বলা উচিত।

সত্যের পথ বড় কঠিন,
সেখানে কেউই তোমার সঙ্গে থাকবে না,
তোমাকে একই পথ চলতে হবে।

যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে,
 সে পৃথিবীর যে কোন জিনিষ বুঝতে পারার গৌরব করতে পারে।

বিন্দু- বিন্দু জলে যেমন সাগর পূর্ণ হয় তেমনি একজন বিদ্বান ব্যক্তিও সব জায়গা থেকে অল্প- অল্প জ্ঞান অর্জন করেই বিদ্বান হন।

আমার হারিয়ে ফেলার কেউ নেই,
কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই,
 আমি মাঝে- মাঝে নিজেকে হারিয়ে ফেলি,
 আবার খুঁজে পাই!

ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়,
 ভালোবাসা দিয়ে শেষ করতে হয়।

সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া।

আগুনকে যে ভয় পায়,
সে আগুনকে ব্যবহার করতে পারে না

যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে,
পুরুষ চায় নিজের শক্তির দিকে।
 তোমার বাহু,
 তোমার মাথা তোমাকে টেনে তুলবে,
 তোমার কপাল নয়।

সবাই তোমাকে কষ্ট দিবে,
 তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।

যে যাই বলুক,
 তুমি তোমার নিজের পথে চল।

পা, বাঙলাদেশে, মাথার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
পদোন্নতির জন্যে এখানে সবাই ব্যগ্র।
 কিন্তু মাথার যে অবনতি ঘটছে,
তাতে কারো কোনো উদ্বেগ নেই।

Next Post Previous Post