শিক্ষক সম্পর্কিত স্ট্যাটাস

অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না,
কারণ তাতে অনেক ভুল থেকে যায়।

শিক্ষা যিনি দান করেন তিনি আলোকিত মানুষ,
কাজটি তার জীবনকে আলোকিত করে।

যে অন্যদের জানে সে শিক্ষিত,
 কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে |
জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসেনা।

যে যত বেশী ভ্রমণ করবে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে।

শিক্ষা সুযোগ নয়,
 অধিকার, শিক্ষার আলো ঘরে- ঘরে জালো।

দেশকে গড়তে হলে প্রথমে নিজেকে শিক্ষিত করতে হবে।

সত্যিকারের শিক্ষক তাঁরাই,
 যাঁরা আমাদের ভাবতে সাহায্য করেন।

যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে,
 ততদিন মানুষ জ্ঞানী থাকে,
 আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে,
 তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।

বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র।

আমরা যে মানবজীবন পেয়েছি তা হল আদর্শ মানবজীবন গড়ে তোলার উপকরণ।

তোমার যা নেই তার পেছনে ছুটে যা আছে তা নষ্ট করো না ;
 মনে রেখ,
আজকে তোমার যা আছে,
গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে ।

শিক্ষা ও জ্ঞানের আলো ব্যতীত কুসংস্কারের অন্ধকার দুর করা সম্ভব নয়।

এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মরবে।
এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে।

গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী ।
কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে ।

শিক্ষার প্রথম কাজ হলো কৌতুহলের শিকে ছেঁড়া।

আপনি নিজে সেই পরিবর্তন হোন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান।

দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা ।

ভাবনার জগতের সাথে একাত্ম হওয়া
– এটাই হলো শিক্ষা।

যে কখনও ভুল করেনা।
 সে নতুন কিছু করার চেষ্টা করে না।

প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জ্বনক ।
কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জ্বনক ।

বিদ্বান সকল গুণের আধার,
 অজ্ঞ সকল দোষের আকর।
 তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য।

শিক্ষা হল মানুষের মহত্বের প্রকাশ

যে নিজের আচরণকে নিয়ন্ত্রন করতে পারে ,
সে অন্যায় করতে পারে না ।

শিক্ষার লক্ষ হল সুস্থ দেহে সুস্থ মন তৈরি কর।

Next Post Previous Post